বয়স ২০-৩৫ হলেই আইএমএফে যুব ফেলোশিপের সুযোগ

আইএমএফে যুব ফেলোশিপের সুযোগ
আইএমএফে যুব ফেলোশিপের সুযোগ  © সংগৃহীত

ফেলোশিপ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ইয়ুথ নামের এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন আইএমএফের সদস্যদেশের যুবকেরা। আইএমএফের ওয়াইএফপি হল একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম। আইএমএফ ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রামে (ওয়াইএফপি) ২০ থেকে ৩৫ বছর বয়সীদের আবেদনের সুযোগ আছে। আবেদন করতে পারবেন ৩০ জুন পর্যন্ত।

২০২০ সালের আগস্টে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি আবেদনকারী অংশ নিতে চেয়েছেন। এ বছর যাঁরা এ ফেলোশিপ পাবেন, তাঁরা মরক্কোর মারাক্কাশে বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন।

যে যে সুযোগ-সুবিধা
আইএমএফের এ ফেলোশিপে নির্বাচিত যুব ফেলোরা শিক্ষক, অধিকারকর্মী, বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। এ ফেলোশিপে বিভিন্ন অনুষ্ঠানে সাবেক ফেলোদের সঙ্গে অভিজ্ঞতার বিনিময়ের সুযোগও থাকবে। থাকবে নেতৃত্ববিষয়ক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ। ভ্রমণ ও সংশ্লিষ্ট খরচ আইএমএফ বহন করবে।

আবেদনের যোগ্যতা
*আবেদনকারীর বয়স এ বছরের ১৫ অক্টোবরে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে

*নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে এক বা একাধিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে

*সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ অথবা একটি সুশীল সমাজের কোনো একটি 

* সংস্থার সঙ্গে যুক্ত হওয়া

*উদ্যোক্তা অথবা একটি স্টার্ট-আপে অংশগ্রহণ করা

*আন্তর্জাতিক বিষয়, মৌলিক অর্থনীতি ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে—বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অর্থনীতি বা জলবায়ু পরিবর্তনের বিষয়ে জ্ঞান থাকলে ভালো

*আন্তর্জাতিক সম্পর্ক এবং উন্নয়ন, যোগাযোগ, অর্থনীতি বা এ সম্পর্কিত ক্ষেত্রে 

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শুরু ২৮ জুন

স্নাতক বা বর্তমানে শিক্ষার্থী
*ভালো বক্তব্য দেওয়া বা উপস্থাপনার দক্ষতা

*আইএমএফের সদস্যদেশের নাগরিক হতে হবে

*সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই

*আগে ওয়াইএফপির একজন সহকর্মী ছিলেন না।

আরও তথ্য পেতে https://www.imf.org/en/News/Seminars/Campaigns/2023/2023-imf-youth-fellowship-program


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence